বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পহেলা জুন থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপি বিভাগীয় এসএমই পণ্য মেলা। মেলায় জেলার বিভিন্ন অঞ্চলের ৬০ টি ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পোদ্যোক্তাগণ অংশ নেবে। এসব প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের উৎপাদিত চামড়াজাত সামগ্রি, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন দেশি পণ্য প্রদর্শন করবে। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন,  যশোর টাউন হল মাঠে ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। তবে ৫ জুন সদর উপজেলার নির্বাচনের কারণে এ দিন বন্ধ থাকবে। আগামী ১ জুন বিকেল পাঁচটায় টাউন হল ময়দানে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এছাড়া ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। উদ্বোধনী অনুষ্ঠানের আগে আগামী ১ জুন বিকেল সাড়ে চারটায় বিভাগীয় এসএমই পণ্যমেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালি কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে শেষ হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version