বাংলার ভোর প্রতিবেদক
যশোর শিশু হাসপাতালে অনুমোদনহীন কমিটির অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও ৭ দফা দাবিতে ডাক্তার নার্সসহ সকল স্টাফ কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার বেলা ১১ টায় শিশু হাসপাতালের সামনে ঘন্টাব্যাপি কর্মবিরতিতে সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুমোদনহীন পর্ষদ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এবং তারা নিয়োগ বানিজ্য, তহবিল তসরুফসহ নানা অপকর্মে জড়িত। এসব কারণে হাসপাতালটির ইমেজ সংকটে পড়েছে।
কর্মবিরতিকালে কর্মকর্তা কর্মচারীরা অনুমোদনহীন কমিটির নির্যাতন অনিয়ম বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version