বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে আল আমিন (৩৫) নামে এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আল আমিন বাগেরহাট জেলার রামপাল কুমড়াখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে সে খুলনার খালিশপুর বাস্তহারা এলাকায় বসবাস করে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বাথরুমের ফিটিংস চুরির সময় আল আমিন নামে এক চোরকে হাতেনাতে ধরা হয়। পরে তার দেহ তল্লাশি করে চুরির মালামাল পাওয়া যায়। এ সময় পরিষদে উপস্থিত জনগণ চোরকে গণধোলাই দিতে শুরু করলে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, চুরি করার সময় হাতেনাতে আটক ব্যক্তিকে অভয়নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
