অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে সরকারি সার মজুদ রাখায় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময় নকল বস্তা কারবারি এক প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার নওয়াপাড়া সারের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালিনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও অভয়নগর থানার পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামানের দি মনির এন্টারপ্রাইজে সরকারি বরাদ্দের সার মজুদ রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। তার গুদাম থেকে ১ হাজার ৫শ’ ২৩ বস্তা সরকারি বরাদ্দের এমওপি, টিএসপি ও ডিএপি সার উদ্ধার করা হয়েছে। ডিলারের কাছে না পাঠিয়ে অধিক দামে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখার দায়ে তাকে জরিমানা করা হয়।
অপরদিকে একই সময় সরকারি সারের বস্তা নকল করে বাজারজাত করায় বাদল নামের এক বস্তা ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নকল বস্তা কারবারি নিউ সোনালী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান ও নাম ঠিকানাবিহীন আপেল ও শাপলা মার্কা বস্তা বাজার জাত করার দায়ে দুটি বস্তার গোডাউন তালাবদ্ধ করে রাখা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, ১৫শ’ ২৩ বস্তা সরকারি সার অধিক দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করে রাখায় দি মনির এন্টারপ্রাইজকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে ওই সার বিক্রি করা হবে। বস্তা নকল করে বিক্রির করায় একজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুইটি বস্তার গুদাম তালাবদ্ধ করা হয়েছে।
শিরোনাম:
- সাতক্ষীরায় বিএনপির প্রার্থী হাবিব-রউফ-কাজী-আলাউদ্দীন ও মনির
- বিআরটিএ সাতক্ষীরা সার্কেল : গত অর্থ বছরে রাজস্ব আয় ১৯ কোটি টাকা
- শ্যামনগরে প্রভাবশালীর রোষানল থেকে বাঁচতে দিনমজুর পরিবারের মানববন্ধন
- চৌগাছায় প্রাথমিক শিক্ষাকে ধ্বংসের পায়তারা ফ্যাসিবাদপন্থী শিক্ষকদের
- অসময়ের তরমুজ চাষে সাফল্য খলিলের
- ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু
- মাগুরায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
- কেশবপুরে ট্রাকের চাপায় নিহত ১

