বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন থানার ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
শনিবার দিনব্যাপি জেলার অভয়নগর ও মণিরামপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শনকালে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, ভোটকেন্দ্রের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল ইমদাদুল হক, অভয়নগর ও মণিরামপুর থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
