মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে অসময়ে তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষক খলিলুর রহমান। আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগিয়ে পাওয়া তার এই সাফল্য এলাকার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের বাসিন্দা চাষি খলিলুর রহমান জানান, ৫০ শতক জমিতে মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে তরমুজ চাষ করেন তিনি। তাকে প্রযুক্তিসহ সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি অফিস।
জমিতে যে পরিমাণ উন্নতমানের তরমুজ হয়েছে, তা বিক্রি করে প্রায় তিন লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম হাফিজুর রহমান বলেন, চাষি খলিলুর রহমানকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। অসময়ে তরমুজ চাষে তার সাফল্যে অনেক কৃষক এ চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি বলেন, খলিলুর রহমান একজন আদর্শ চাষি। নিত্যনতুন ফসল উৎপাদনে তার জুড়ি নেই। অসময়ে তরমুজ চাষ করে তিনি রীতিমতো বাজিমাত করেছেন। কৃষি বিভাগ সবসময় তার পাশে থেকে তাকে সব ধরনের সহযোগিতা করে থাকে। খলিলুর রহমানের এই সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং অসময়ে ফসল চাষে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version