চৌগাছা সংবাদদাতা
ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর দেড়টায় শহরের সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবু সাইদ চত্বরে (পুরনো ভাস্কর্য মোড়) এসে এক সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদুল ইসলাম রিতম, জান্নাতুল নাঈম, ইয়াছিন আহমেদ ও ফারিয়া সুলতানা।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।’

এ সময় ইসকন ও ভারত বিরোধী স্লোগানে গর্জে ওঠে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাদের বিচার দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে নিরব আহমেদ, তসলিম আহমেদ, হুরাইরা বিন লাম, ফয়সাল আহমেদ, মাহমুদা খাতুন, সুমাইয়া আক্তার, মিথিলা খাতুনসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন শিক্ষার্থীরা, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার দেশের অপমান, সইবে না রে জনগণ’, ‘ভারতের দাদাগিরি’ চলবে না চলবে না’, ‘ভারতের বন্দিশালায়, লাথি মার ভাঙরে তালা’, ‘ভারতের তাল বাহানা, এই বাংলায় চলবে না’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, দাঙ্গাবাজের ঠাঁই নাই’, ‘দূতাবাসে হামলা কেন, মোদি জবাব দে’, ইত্যাদি স্লোগান দেন।

Share.
Exit mobile version