সাড়াতলা সংবাদদাতা
শার্শা ১ আসনের বিএনপি ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় বিএনপি দপ্তর সম্পাদক ও শার্শার এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, মানুষের বিএনপির প্রতি যে আস্থা ও ভালবাসা তাতে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কিন্তু কোন বিএনপি নেতা কর্মীর ক্ষমতা থাকবে না। অবৈধভাবে কারোর গায়ে হাত দেয়া, কোন চাঁদাবাজি ও কোন দখল করা চলবে না। তিনি বলেন, ২০০১ সালে আমার দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তখন আমি শার্শার সংসদ সদস্য ছিলাম না। দল মনোনীত প্রার্থী সংসদ সদস্য ছিলেন। তারপরেও আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সহযোগিতায় এই শার্শায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাটসহ নানা ক্ষেত্রে উন্নয়ন করি। শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করে দেই। এবার দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি নির্বাচিত হলে শার্শায় বিভিন্ন বিষয়ে ব্যাপক উন্নয়ন করবো। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেনসিডিল এনে খাবেন আর ব্যবসা করবেন তা হতে দিবো না। একটি মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো।

এই ডিহি ইউনিয়নের পাবলিক লাইব্রেরি বহুতল ভবনে রূপান্তরিত করাসহ স্কুল কলেজ, রাস্তা ঘাটের উন্নয়ন করা হবে।

তিনি শুক্রবার শার্শার ডিহি ইউনিয়নের পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতির উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডিহি ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিহি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ামিন সরদার সভাপতিত্ব এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক সঞ্চালনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি সাহাবদ্দিন, উপজেলা

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেনসহ আরও অনেকে।

এ সময় শার্শা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন ইউনিয়ন এবং ডিহি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version