বাংলা বর্ষপঞ্জিতে আজ অগ্রহায়ণের প্রথম দিন।

নাবন্ন উৎসবের শুরু হিসেবে পরিচিত দিনটি তাই গ্রামীণ বাংলার জনপদে আসনের উৎসবের বার্তা নিয়ে। এ সময় ঘরে ঘরে নতুন ধানের পিঠা-পায়েস আর আত্মীয়-স্বজনের আগমনে মুখর হয়ে ওঠে গ্রামীণ গৃহস্থালী ঘর বাড়ি।

আর তাই নবান্নের শুরুতেই মাঠ থেকে ধান কেটে ঘরে তোলার ধুম শুরু হয়েছে সোনালী ফসলের মাঠে মাঠে।

বাঁকে করে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার ছবিটি যশোর সদর উপজেলার সাড়াপোল এলাকা থেকে শনিবার তোলা-জয়ন্ত বসু

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version