বিবি প্রতিবেদক
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছায় শুরু হচ্ছে চার দিনব্যাপি ফুল উৎসব। আজ থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলবে এই উৎসব। গদখালী-পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে এ উৎসবের আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং অনুষ্ঠানের তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজধানী খ্যাত গদখালি-পানিসারা-হাড়িয়ার মোড়ে দ্বিতীয় বারের মতো আয়োজিত ফুল উৎসব- ২০২৪ চার দিন ধরে পালিত হবে।
মেলার প্রথম দিনে রয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান, ফুল প্রদর্শনী ও স্টল পরিদর্শন এবংও কুষ্টিয়া লালন একাডেমির উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
দ্বিতীয় দিন নারী ফুলচাষীদের নিয়ে উঠান বৈঠক, এবং ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ সংকলনে প্রামান্যচিত্র প্রদর্শন।
তৃতীয় দিন কৃষক সমাবেশ ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
শেষদিনে সমাপনী অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন,
এই সময়টাতে মেলার আয়োজন করার কারণে এই অঞ্চল পর্যটকমুখর হয়, বেচাকেনাও বাড়ে।
গতকাল বিকেলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, এবারের ফুল উৎসব অনুষ্ঠানসূচিতে কিছু ব্যতিক্রমী ধরনের আয়োজন করা হয়েছে।
শিরোনাম:
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
- বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
- যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
- ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
- যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
- তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ

