তালা সংবাদদাতা
মহান বিজয় মাস উপলক্ষে তালার মাগুরায় মহান মুক্তিযুদ্ধে ৪ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৯৭১ সালের ২৫ নভেম্বর মাগুরায় পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন বীরমুক্তিযোদ্ধা শুশিল সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা ডা. আবু বক্কর, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনদের স্মরণে মাগুরা ক্ষত্রিয়পাড়া ও বাজার সংলগ্ন অবস্থিত শহীদদের মাজার ও স্মৃতিস্তম্ভে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তি তারেক হাসানের নেতৃত্বে শহীদদের মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গণেশ দেবনাথ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক মইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ময়েজউদ্দীন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুর আলী মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, তালা প্রেসক্লাব সভাপতি এস. এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, দপ্তর সম্পাদক এস. এম. হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতীপ মণ্ডল, ফয়সাল হোসেন, মাগুরা ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলাম, অধ্যাপক আবু সাইদসহ আরও অনেকে। এ সময় পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, তালা প্রেসক্লাব, তালা মহিলা কলেজ, মাগুরা বালিকা বিদ্যালয়, মাগুরা ইউনিয়ন পরিষদ, সোনালী ব্যাংক মাগুরা উপজেলাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান।

মাজার জিয়ারত ও দোয়া মাহফিল পরিচালনা করেন তালা কমপ্লেক্স জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ তাওহীদুর রহমান।

Share.
Exit mobile version