সাতক্ষীরা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলারোয়ার চন্দনপুর উনিয়ন বিএনপির আয়োজনে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় চন্দনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও দু-বারের জনপ্রিয় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, আমাকে সত্তর বছর সাজা দিয়েছিল, আমি বেরিয়ে এসেছি। আমি মজলুম আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন।

আমি কলারোয়ায় রাস্তাঘাট ব্রিজ কালভার্টসহ স্কুল কলেজের উন্নয়ন করেছি। বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আমি কাজের ছেলে কাজ করেছি, আগামী নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

এ সময় কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, শহিদুল ইসলাম, শেখ শরিফুজ্জামান তুহিন, আব্দুল কাদের বাচ্চু, মৎস্যজীবী নেতা নুরুল আমিন খান, শেখ বাদল হোসেন, যুবদল নেতা শফি, ছাত্রদলের সাজু, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সামনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার।

Share.
Exit mobile version