বাংলার ভোর প্রতিবেদক,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজী দিনভর ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। বৃহস্পতিবার তিনি যশোর পৌর এলাকার বেজপাড়া তালতলা, নাজির শংকরপুর, মুজিব সড়ক, উপশহর, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনপদে ভোটারদের সাথে কুশল বিনিময় এবং লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে পথসভায় লাঙ্গল প্রতিকের প্রার্থী খবির গাজী বলেন, যশোরের সাধারণ মানুষ পরিবর্তন চায়। উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং বৈষম্যহীন সমাজ গড়তে লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই। আমি নির্বাচিত হলে যশোর সদর আসনকে একটি আধুনিক, মাদকমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলব। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। গণসংযোগে লাঙ্গল প্রতীকের সমর্থনে মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে নির্বাচনী এলাকা।
নির্বাচনী এই প্রচারণায় যশোর জেলা জাতীয় পার্টি আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিএম মুসা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সদর উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় সৈনিক পার্টির আহ্বায়ক সৈয়দ আহমদ। পথসভা শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লাঙ্গল প্রতীকের লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।
