বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ ও যশোর জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে যশোর ব্যাটালিয়ন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২৯ ও ৩০ জানুয়ারি তারিখের মধ্যে মোট ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত টহল এবং কেন্দ্র রেকি কার্যক্রম চালানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন চলাকালীন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

যশোর ব্যাটালিয়ন জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস রক্ষায় বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

Share.
Exit mobile version