মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা সভাপতি হামিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু, উপজেলা জমিয়াতুল মুদার্রেসিনের সভাপতি অধ্যক্ষ মহসিন আলী, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবার উপজেলার শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক নির্বাচিত হন দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট লিডার নিহার রঞ্জন রায়। আর এ কারনে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের চাকরি থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Share.
Exit mobile version