বাংলার ভোর প্রতিবেদক
আজ বিশ্ব মেট্রোলজি দিবস। আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতির (এসআই) গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে এর অপরিহার্য ভূমিকা তুলে ধরতে প্রতি বছর ২০ মে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো “টেকসই ভবিষ্যতের জন্য মেট্রোলজি”।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিমাপ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর এ বছর বিশেষ জোর দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ রক্ষা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে নির্ভুল পরিমাপ অপরিহার্য। নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণের মাধ্যমেই একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব।
১৮৭৫ সালের এই দিনে ‘মিটার কনভেনশন’-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে একটি সুসংহত পরিমাপ ব্যবস্থা প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়েছিল। সেই ঐতিহাসিক চুক্তিকে স্মরণ করেই বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে বক্তারা নির্ভুল পরিমাপের গুরুত্ব এবং বিএসটিআই কর্তৃক নির্ধারিত মানদণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পরিমাপ শুধু বিজ্ঞান বা বাণিজ্যের বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
সঠিক পরিমাপ ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। বিশ্ব মেট্রোলজি দিবস পালনের মাধ্যমে পরিমাপ বিদ্যার অগ্রগতি এবং এর প্রয়োগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।
আসুন, আমরা সবাই মিলে নির্ভুল পরিমাপের গুরুত্ব অনুধাবন করি এবং একটি উন্নত ও টেকসই ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করি।
