বাগআঁচড়া সংবাদদাতা
যথাযথ মর্যাদায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১ টার দিকে বিজয় র্যালি, শহীদ মিলারে পুষ্পমালা অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খায়রুল আমল।
উক্ত বিজয় র্যালি ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস আলী বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহাজান কবির, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু, মনিরুল, হজরত আলীসহ বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মহান বিজয় দিবস বাংলাদেশে প্রতি বছরের ১৬ ডিসেম্বর পালিত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিবসটি উদযাপন করা হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি এক প্রজ্ঞাপনে মাধ্যমে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়।
