মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে উর্পাজন না করে ঘরে বসে বসে খাওয়ায় বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই জামাল হোসেন (২৬) নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মাজহারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক বড় ভাই উজ্জ্বল হোসেন (৩২) পলাতক রয়েছেন।


এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বাড়িতে ভাত খাচ্ছিলেন ছোট ভাই জামাল হোসেন। এসময় কাজ না করে বাড়িতে বসে ভাত খাওয়ার অভিযোগে বড় ভাই উজ্জ্বল হোসেন হাতে থাকা ছুরি দিয়ে ছোট ভাই জামালের পেটে ও বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান জামাল হোসেন।


এ ঘটনায় মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের ছুরির আঘাতে ঘটনাস্থলে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বড় ভাই পলাতক রয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version