বাংলার ভোর প্রতিবেদক
কুরআন সুন্নাহর আলোকে নারীর মর্যাদা, ন্যায্য অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফ ফাউণ্ডেশন সারা দেশে নারী বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
সেই ধারাবাহিকতায় সংগঠনের যশোর জেলা শাখা শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আত্মপ্রকাশ ও প্রেরণামূলক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরুর পর সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইনসাফ ফাউণ্ডেশনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইনসাফ ফাউণ্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাহমুদুল হাসান দা.বা.। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দা.বা.। বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাহমীদুল মাওলা। সেমিনারে সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের যশোর জেলা শাখার সভাপতি মাওলানা নাসীরুল্লাহ। যশোরের আট শতাধিক শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ সরকারী-বেসরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজ সেবকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত এই সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইনসাফ ফাউণ্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, শায়খুল হাদীস মাওলানা রুহুল আমিন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা মাজহারুল ইসলাম, ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলামসহ গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সংগঠনের যশোর জেলা শাখার প্রধার উপদেষ্টা মাওলানা আনোয়ারুল করীম যশোরীর দোআ পরিচালনার মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।
