বাংলার ভোর প্রতিবেদক
মসজিদের ইমাম ও খতীবকে অপহরণের প্রতিবাদ, হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে জেলা ইমাম পরিষদের উদ্যোগ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেছেন, ইসকন নিষিদ্ধ ঘোষণা, টঙ্গীতে ইমাম গুমের ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন ইসকন দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। দেশে এই সংগঠনের সকল কার্যক্রম বন্ধসহ অবিলম্বে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করতে হবে।

নেতৃবৃন্দ ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, উগ্রবাদী এই সংগঠনের সঙ্গে জড়িতরা গভীর ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার ও সঠিক বিচার নিশ্চিত করতে হবে।

যশোরের আলেম-উলামাসহ শান্তিপ্রিয় সাধারণ নাগরিকদের সময়ের দাবী উগ্রবাদী সংগঠনটি নিষিদ্ধ করা।

জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি উবায়দুল্লাহ শাকির, মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version