সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ উদীচী শিল্পী-গোষ্ঠী যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখার এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তৌফিকা আজাদকে আহ্বায়ক, শরীফ বাক্তাওয়ার সত্য ও ইন্দ্রজিৎ দাশকে যুগ্মআহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বুধবার উদীচী যশোর জেলা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। উপস্থিত ছিলেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক আসিফ আকবর নিপপন ও কাজী শাহেদ নওয়াজ প্রমুখ।
কমিটির অন্যরা হলেন, সদস্য- লাবন্য মন্ডল, মিশু বিশ্বাস, সাঈখ আদনান অয়ন, ইতি সরকার, দিব্যেন্দু রায়, দিশানী রায়, রিপা চন্দ্র ও সাকিব আল হাসান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমানের সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
আগামী দিনে কলেজের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার ব্যাপারে অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উদীচী যশোর জেলা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
