বাংলার ভোর প্রতিবেদক
উপশহরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সুমাইয়া পুতুল নামে এক ভূক্তভোগী ।


লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিরামপুরের মৃত ফেরদৌস হোসেনের স্ত্রী মুক্তি ও ছেলে শরিফ আল আমিন শুভ এবং তোফায়েল হোসেনের সাথে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে সরকার পরিবর্তনের পরে বিবাদীরা আমার জমি জোর করে দখল করার চেষ্টা করছে। একই সাথে আমাকে ও আমার ছেলে-মেয়েদেরকে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান আল ওলি ক্ষুদ্র সমবায় সমিতিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। একই সাথে এ প্রতিষ্ঠানের ম্যানেজার ও ক্যাশিয়ারকে বিভিন্নভাবে হত্যার হমকি দিচ্ছে। এদিকে ১২ আগস্ট দুপুরে বিবাদীরা পূর্ব শত্রুতার কারণে আমাদের বাড়ির সামনে এসে গালিগালাজ করে এবং মারপিট করতে উদ্যত হয় ও প্রকাশ্যে জীবননাশের হুমকি দেয়।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version