বাংলার খেলা প্রতিবেদক
যশোর নারী ও পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার এক ম্যাচ হাতে রেখে নারী বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে মোহসেনা আলি আহম্মেদ স্মৃতি সংসদ।

বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে তারা ১০-১ গোলে টাউন ক্লাবকে পরাজিত করে। এ জয়ে প্রতিযোগিতার এক ম্যাচ বাকি থাকতেই নারী বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহসেনা আলী আহম্মেদ স্মৃতি সংসদ।

আরও পড়ুন .. ..

দেশবাসীর অফুরান ভালোবাসায় সিক্ত তারেক রহমান

বিজয়ী দলের হয়ে ঝুমুর পাঁচটি, শশী চারটি ও ফারজানা করেছেন একটি গোল। টাউন ক্লাবের একমাত্র গোলটি করেছেন খাদিজা।

একই মাঠে পুরুষ বিভাগের ম্যাচে মুখোমুখি হয় আব্দুস সাত্তার স্মৃতি সংসদ ও সৌখিন ক্রীড়া জাগরণ।

এতে ৩৮-৩০ গোল ব্যবধানে জয় পেয়েছে আব্দুস সাত্তার। তাদের পক্ষে আনি ১৬টি, আজাদ ১২, অনিকট পাঁচটি, আসাদ তিনটি ও সাব্বির করেছেন দু’টি গোল।

বিজিত সৌখিনের পক্ষে রাতুন ও ওয়াং ১০টি করে, তানজিল, প্রেম ও রোহান তিনটি করে এবং একটি গোল করেন মহিদুল।

Share.
Exit mobile version