বাংলার ভোর প্রতিবেদক
গোয়ালটি শূন্য হয়ে পড়ে আছে। যেন খা খা করছে। খাবারের পাত্রও পড়ে আছে। শুধু গরুগুলো নেই। যশোরের চৌগাছায় এক কৃষকের ৫টি গরু চুরি হয়ে গেছে। গরুর মধ্যে উন্নত জাতের তিনটি গাভী ও দুইটি বাছুর রয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। সোমবার গভীর রাতে উপজেলার বাঘারদাড়ি গ্রামে চুরির ঘটনাটি ঘটে। গরু হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন ওই কৃষক। চুরির ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, বাঘারদাড়ি গ্রামের মন্টু মন্ডল দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়িতে গরু লালন পালন করে আসছেন। গরু পালনের উদ্দেশ্যে তিনি একটি ছোট গোয়াল নির্মাণ করেন। এরপর মাত্র ৫০ হাজার টাকা দিয়ে একটি বকনা বাছুর কেনেন। এই বাছুরটি লালন পালন করার পর পর্যায়ক্রমে তার পাঁচটি গরুতে পরিণত হয়।

ছেলে আলমগীর মণ্ডল জানান, প্রতিদিনের মত গরুর খাবার দিয়ে পরিবারের লোকজন সকলে ঘুমিয়ে পড়ে। ভোরে খাবার দেয়ার জন্য গোয়াল ঘরে ঢুকে দেখা যায় একটি গরুও নেই। এই খবরে পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। গরু হারিয়ে আমার আব্বা অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি বলেন রাতের কোন এক সময় চোরেরা আমাদের সব গরু চুরি করে নিয়ে গেছে। গরুর মধ্যে তিনটি গাভী ও দুটি বাছুর ছিল। যার দাম হবে ৫ লাখ টাকা।

এদিকে গরু হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন কৃষক মন্টু মন্ডল। চরম হতাশা নেমে এসেছে ওই কৃষক পরিবারে।
এ ব্যাপারে থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই আমি ওই কৃষকের বাড়িতে গেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে চোরচক্রকে ধরতে আমরা কাজ শুরু করেছি। চোরচক্রকে আইনের আওতায় আনা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version