কপিলমুনি সংবাদদাতা
এই হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় তিন সহস্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল উপহার দেয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

কপিলমুনি নগর শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, কপিলমুনি বণিক সমিতির সদস্য সচিব শেখ আনারুল ইসলাম, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম, সাংবাদিক ও বিএনপি নেতা সম নজরুল ইসলাম, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, তপন পাল, শেখ খায়রুল ইসলাম ও ফরিজুল ইসলাম প্রমুখ।

নতুন কম্বল পেয়ে শীতে কাতর মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন।

আনোয়ার আলদীন বলেন, শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা এই অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি।

Share.
Exit mobile version