কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়া গয়ড়া মোড় এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ স’ মিলে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
সোমবার দুপুর ১টা থেকে বিজিবি, বন বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে চলা এ অভিযানে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘনের দায়ে অবৈধভাবে স্থাপনকৃত তিনটি প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য ১৫ দিনের নোটিশ জারী করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে কাঠ চেরাই করার দায়ে এসব প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ থেকে আনুমানিক ৪৭ লাখ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮শ’ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান (এসি ল্যান্ড, কলারোয়া উপজেলা), বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা বন কর্মকর্তা ফরিদুল ইসলামসহ বিপুল সংখ্যক বিজিবি ও পুলিশ ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version