মণিরামপুর সংবাদদাতা
প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় যশোরের মণিরামপুরে কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন পরিবার পরিকল্পনার কর্মীরা।

এতে সভাপতিত্ব করেন এফডব্লিউভি এসোশিয়েশনের সভাপতি লায়লা আনজুমান বানু। এফপিআই আমিনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন     এফডব্লিউভি (পরিবার কল্যাণ পরির্দশিকা) মামেন সুলতানা কবিতা, এফপিআই আঞ্জুমান আরা বেগম, আকতারুজ্জামান, এফডব্লিউএ নাসরিন সুলতানা, মরিয়ম খাতুন, দীপা খন্দকার, সোমা দাস প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা বিভাগের রাজস্বখাতভুক্ত তিনটি গুরুত্বপূর্ণ পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ)র চাকরি জীবনে ন্যায্য ও যৌক্তিক নিয়োগ বিধি দীর্ঘ ২৬ বছরেও বাস্তবায়িত হয়নি। তাদের অভিযোগ, চাকরির শুরু থেকে আজ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন ও শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো সুফল মেলেনি। বারবার প্রতিশ্রুতি দেয়া হলেও এখনো নিয়োগ বিধির বাস্তবায়ন হয়নি। অবলিম্বে এসব দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version