বাংলার ভোর প্রতিবেদক
“ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা যশোরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর শহর শাখার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় শিক্ষক সমাজের দায়িত্ব, নৈতিকতা ও সামাজিক পরিবর্তনে তাদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাদের। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে শিক্ষকরাই হচ্ছেন মূল চালিকাশক্তি। আদর্শ নাগরিক গড়ে তোলার মাধ্যমে শিক্ষক সমাজ একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, যশোর শহর শাখার সভাপতি আবুল হাশিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আশরাফ আলী। বক্তারা বলেন, শিক্ষকদের নৈতিক দৃঢ়তা, পেশাগত সততা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি ন্যায়পরায়ণ সমাজ বিনির্মাণ সম্ভব।

আলোচনা সভায় যশোর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কল্যাণ রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজকে আরও সংগঠিত ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Share.
Exit mobile version