কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জের ফুটবল খেলোয়াড় ওহিদুল ইসলামের চিকিৎসার সাহাযার্থে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে কালীগঞ্জ ফুটবল একাদশ ও মাগুরা জেলা ফুটবল দলের খেলাটি ৩-৩ গোলে ড্র হয়েছে। বুধবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে জমজমাট প্রতিদবন্দ্বিতাপূর্ণ ওই খেলাটি অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ ঝিনাইদহ এর আয়োজনে বিকেলে মাঠে উপস্থিত দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান, সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের শিক্ষক আজিবর রহমান। এরপর রেফারির বাঁশীতে বল গড়ায় মাঠে। প্রথমার্ধে কালীগঞ্জ একাদশের জুয়েল রানার হ্যাট্রিক গোলে ৩-০ গোলে এগিয়ে যায় কালীগঞ্জ একাদশ। দ্বীতিয়ার্ধে মাগুরা একাদশের খেলোয়াড়রা পর পর ৩ টি গোল করে খেলার সমতা ফিরে আনেন। এরপর শেষ অবধি উভয় দলই আর কোন গোল করতে না পারায় ৩-৩ গোলে খেলাটি ড্র হয়। খেলা পরিচালনা করেন ফিফা নিবন্ধিত রেফারি আবু মুসা।
কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ ঝিনাইদহের এ্যাডমিন গণমাধ্যমকর্মী শাহরিয়ার আলম সোহাগ জানায়, এক সময়ের ঢাকার মাঠ কাপানো খোলোয়াড় কালীগঞ্জ ফুটবল দলের ওহিদুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকাতে চিকিৎসাধিন রয়েছে। তার হার্টের চিকিৎসার জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের আর্থিক যোগানে পাশে দাঁড়িয়েছে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের সদস্যরা। খেলাটি দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
##
শিরোনাম:
- আজ জীবননগর হানাদার মুক্ত দিবস
- রোগীর মৃত্যু : ক্ষুব্ধ স্বজনদের হাসপাতাল ভাংচুর
- চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামি আটক
- চোরাই ইজিবাইক কেনাবেচা দ্বন্দ্বে নারী ছুরিকাহত ঘটনায় মামলা
- যশোরে খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী
- যশোরে অবাধ্য মনোনয়নপ্রত্যাশীদের লাগাম টানতে কঠোর বিএনপি
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া ও বিশেষ প্রার্থনা অব্যাহত
- চৌগাছার এক রাতে ৬ দোকানে চুরি!

