বিবি প্রতিবেদক
যশোরে কুল পাড়তে নিষেধ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ষষ্ঠীতলাপাড়ায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূ নুজহাত নাদিয়া স্মৃতি এ ঘটনায় চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। বাদী ওই এলাকার আজিজুল ইসলাম বাবুলের স্ত্রী। আসামিরা হলো, একই এলাকার রনি, সুমন, মিলন হোসেন এবং রাব্বি।
বাদী মামলায় জানিয়েছেন, আসামিরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সব সময় ধারালো চাকুসহ বিভিন্ন ধরণের অস্ত্র সাথে নিয়ে সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়। গত ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আসামিরা বাদীর বাড়ির মধ্যে পানির মটরের উপর দাঁড়িয়ে গাছ থেকে কুল বরই পাড়তে থাকে। পানির মটরের উপর দাঁড়িয়ে কুল পাড়তে নিষেধ করায় তারা বাদীর উপর ক্ষিপ্ত হয়। একপর্যায় বাদীকে গালিগালাজ এবং মারপিট করে। এ সময় ঘর থেকে বাদীর ছেলে আরাফাত ইসলাম ও তার ভাই তাসনীম রাহাত সাদ এগিয়ে আসে। কিন্তু আসামিরা সাদ ও আরাফাতকে ছুরিকাঘাত করে। বাদী ঠেকাতে গেলে তাকে আবারও মারপিটের পর শ্লীলতাহানী ঘটায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই এই ঘটনায় থানায় মামলা করা হয়। কিন্তু একদিন পার হলেও কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
বাদী স্মৃতি আরো জানিয়েছেন, বর্তমানে তার ছেলে আরাফাদের অবস্থা বেশি ভাল নয়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইবনে খালিদ হোসেন বলেছেন, আসামি আটকের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
শিরোনাম:
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
- বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
- যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
- ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
- যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
- তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ

