আয়ুব খান, কেশবপুর পৌর
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যশোরের কেশবপুরে আট গুণীজন এবারের কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা পেয়েছেন।
আজ (বৃহস্পতিবার) বিকেলে পৌর শহরের ভবানীপুরে কবি মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা-২০২৪ পেলেন, বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইবাইস আমান (প্রবন্ধ গবেষণা), কবি ও ঔপন্যাসিক এম. এন. এস. তুর্কী (কথা সাহিত্য), প্রাক্তন প্রধান শিক্ষক বজলুর রহমান খান (শিক্ষা), কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু (সাংবাদিকতা), কবি ও কথাশিল্পী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (কথা সাহিত্য), কবি ও নাট্যকার মুনছুর আযাদ (রম্যনাট্য), চারুপীঠ একাডেমীর পরিচালক উৎপল দে (চারুশিক্ষা) এবং ছড়াকার, কবি ও উপস্থাপক রিয়াজ লিটন (সামগ্রিক অবদান)।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খ্যাতিমান সাহিত্যিক, লেখক,গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. সন্দীপক মল্লিক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গবেষক ও কবি অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইবাইস আমান। জন্মবার্ষিকীতে অনুভূতি প্রকাশ করেন কবি মুহম্মদ শফি।
স্বাগত বক্তব্য রাখেন,কবি মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোতাহার হোসাইন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version