কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শাখার অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শুরুর আগে অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
গতকাল বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে ও আবু শারাফ সাদেক কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক কুনতল বিশ্বাসের সঞ্চালনায় মেহের আলী মার্কেটের দ্বিতীয়তলায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা উপজেলা শাখা কার্যালয়ে ফিতা কেটে এ অফিস উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব পরিচালক দেওয়ান ওমর ফারুক।
উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বরেণ্য লেখক, শিক্ষক ও বিদগ্ধ মানবাধিকার কর্মী সাবেক), জাতিসংঘের ড. চিত্তরজ্ঞন দাস, দৈনিক চৌকস নির্বাহী সম্পাদক শেখ আবেদ আলী, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মিজানুর রহমান, প্রভাষক আমজাদ হোসেন, এ্যাড. তাজুল ইসলাম, মানবাধিকার কর্মী ও সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Share.
Exit mobile version