কেশবপুর পৌর প্রতিনিধি

যশোরের কেশবপুরে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মধ্যকুল কালিতলা এলাকায় কৃষকদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপসহকারী কৃষি কর্মকর্তা শুভংকর বিশ্বাস, কৃষক নীল রতন বিশ্বাস, দেবকী বিশ্বাস, রেখা বিশ্বাস প্রমুখ। সভায় মধ্যকুল এলাকার হরিহর নদের বুকে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রযুক্তিকে আরও বেশি সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ করতে আলোচনা করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version