কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিটে আহত স্ত্রী ও ছেলেকে নিয়ে অসীম দাস নামে এক ব্যক্তি তার আপন বড় ভাই অশোক কুমার দাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বৃহ¯পতিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উপজেলার কাকিলাখালী দাসপাড়া এলাকার অসীম দাস বলেন, তার বড় ভাই অশোক কুমার দাসের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বসত ভিটা ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে গত মঙ্গলবার রাতে অশোক দাস ও তাদের পরিবারের লোকজন তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এ সময় গালিগালাজের প্রতিবাদ করায় এবং তার ছেলে অর্নব দাস তাদের কথাবার্তা মোবাইলে রেকর্ড করতে গেলে তারা ছেলেকে মারপিট করতে থাকে। ঠেকাতে গেলে তাকে ও তার স্ত্রী ডলি দাসকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনাসহ ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে অশোক কুমার দাস তাদের ফাঁসানোর জন্য মিথ্যা মামলায় জড়িয়ে দেয়াসহ বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করার হুমকি দিচ্ছে। যে কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাসহ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version