কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে উপজেলার মির্জানগর গ্রামে অভিযান চারিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জয়দেব দত্তকে আটক করা হয়। তার বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা সহ ছয়টি সিআর পরোয়ানা রয়েছে।

এছাড়া এদিন ডাকাতি মামলার আসামি মো. মামুনকে জিজ্ঞাসাবাদ শেসে আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

Share.
Exit mobile version