কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের সাফদারপুর গ্রামে ১৪৪ ধারা মামলায় আদালতের শান্তিপূর্ণ অবস্থানে নির্দেশ অমান্য করে চলেছেন আব্দুর রসিদ খাঁন। আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চালিয়ে যাচ্ছেন জবর দখলের চেষ্টা। সরজমিনে

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী আব্দুল লতিফ খাঁন মায়ের ওয়ারেশ সূত্রে ২৩ নং সাবদালপুর মৌজায় শতাংশ জমির মালিক হন। এই জমির উপর বসত ঘরবাড়ি গাছপালাসহ অন্যান্য স্থাপনা থাকা সত্ত্বেও রাজিবুর রহমান ওই বসতবাড়ির ১৫ শতাংশ জমির উপর জোর পূর্বক নতুন করে স্থাপনা নির্মাণ শুরু করে।

এত বাঁধা দিলে গালিগালাজসহ নানা ধরনের হুমকি দেয়া হয় আব্দুল লতিফ খানকে। এ ঘটনায় ন্যায়বিচার ও শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে আদালতে মামলা করেন তিনি। আদালত আগামী ৩০ এপ্রিলের মধ্যে কোটচাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত বিষয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ শৃঙ্খলা ভঙ্গের আশংকা আছে কি না সেই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ প্রদান করেন।

তারপরও জমি দখলকারী আব্দুর রসিদ খান আইনের তোয়াক্কা না করে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন।

এ কোটচাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, আদালতের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।আদালতের অবমাননা করে স্থাপনা নির্মাণের বিষয়ে রাজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

Share.
Exit mobile version