বাংলার ভোর প্রতিবেদক
গণভোট সফল করতে যশোরে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। ইমাম সমাজ আমাদের সমাজে সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য একটি শক্তি। তাদের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা গেলে গণভোট আরও সুন্দর ও সফল হবে।

তিনি আরও বলেন, মসজিদের ইমামরা জুম্মার খুতবার মাধ্যমে গণভোটের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। তবে জনগণের সহযোগিতা ছাড়া সুষ্ঠু আয়োজন সম্ভব নয়।

ইমাম সমাজ মানুষের মাঝে শান্তি ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিতে পারেন।
স্বাগত বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম বলেন, গণভোট মানে জনগণের মতামতের প্রতিফলন। এটি আল্লাহ প্রদত্ত অধিকার। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন সবসময় জাতির গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জনগণের পাশে রয়েছে। গণভোট ২০২৬ সফল করতে ইমামদের সম্পৃক্ত করে সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, মাওলানা ইয়াসিন আলম, অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রমুখ। গণভোটের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।

এছাড়া, ইসলামিক সংগীত পরিবেশন করেন, প্রভাষক ও হাফেজ মাওলানা রবিউল ইসলাম এবং শিশু শিল্পী শরীফ আমিন। সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করেন কামরুল ইসলাম ও ইমরান হোসেন।

ইমাম সম্মেলনে বক্তারা একযোগে বলেন, গণভোট ২০২৬ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণভোটের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক ইমাম, আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

Share.
Exit mobile version