বাংলার ভোর প্রতিবেদক
হলুদ গাঁদা, গোলাপ আর ঝাউ বাগানের মাঝে একঝাক তরুণ গোল হয়ে বসে পারস্যের কবি সাহিত্যিকদের সাহিত্য-দর্শন নিয়ে আড্ডায় মশগুল। প্রখ্যাত কথাসাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহের লেখা পারস্যপ্রতিভা বই নিয়ে এই প্রতিবেশ অধ্যয়ন সভার আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের সদস্যরা যশোরের গদখালি ফুলের রাজ্যে এই সাহিত্য পাঠচক্রে মিলিত হন। সাহিত্য আলোচনায় উঠে আসে, পারস্যের খ্যাতিমান কবি ওমর খৈয়াম, মাওলানা জালালউদ্দীন রুমি, শেখ সাদী, ফরিদউদ্দীন আত্তার, মোহাম্মদ হাফিজ ও মহাকবি ফেরদৌসীদের সাহিত্যদর্শন, প্রেম, সাধনা, অধ্যাত্মবাদসহ জীবনের সৌন্দর্য সৃষ্টির নানান দিক।

আলোচনার শুরুতে চোখ বন্ধ রেখে ১০ মিনিট ধ্যান করা হয়। সাহিত্য পাঠচক্রের সদস্য সালেহা সুলতানা ঊষা ও লিমা খাতুনের কণ্ঠে নজরুল ও লোক সংগীত পরিবেশিত হয়। আলোচনার মাঝে মাঝে মাওলানা জালালউদ্দীন রুমির কবিতা পাঠ হয়।

সাহিত্য পাঠচক্রের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক শাহ্জাহান কবীর।

পারস্যের কবি সাহিত্যিকদের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম, সংগঠনটির সদস্য মুরাদ হোসেন, অপু দেবনাথ, মুসকান হাসান, জান্নাতুল ফেরদৌস ইলা, খাদিজা একরাম এশা, ডা. মাসুমা আক্তার বিথী, সায়মা আক্তার তৌফা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠচক্র বন্ধু অভিজিৎ তরফদার।

Share.
Exit mobile version