সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা সদরের রায়পুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করতে এসে রাহিমা নামে এক নারীর উপর শারীরিক নির্যাতন করেছে একদল সন্ত্রাসী। এ বিষয়ে ভুক্তভোগি বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদরের রায়পুরে স্বামী পরিত্যাক্তা বাস্তুহারা রাহিমার বাড়িতে একই এলাকার আমেনা, গফ্ফার, রাশিদা, জাহিদুল, আজিজুর রাহিমার নিজ বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় তারা রাহিমার মাথায় আঘাত করাসহ শরীরের জখম করা হয়। এ সময় কাইচি দিয়ে তার চুল কেটে দে এবং শরীরে আগুনের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেয়। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রাহিমা খাতুন বলেন, সরকারি ঘরে থাকা কাল হয়েছে তার। তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version