ঝিকরগাছা সংবাদদাতা
চাঁদা না দেয়ায় নাভারণ প্রেস ক্লাবের সহ সভাপতি বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মামুনুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সাড়ে ৯ টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারে মেসার্স মামুন ট্রের্ডাসে এ হামলা চালায়।
সন্ত্রাসী শাহাদৎ হোসেনের নেতৃত্বে সংঘটিত এ ঘটনায় এ ঘটনায় তাকেসহ ৬ জনের নাম উল্লেখ করে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুন ট্রের্ডাসের ম্যানেজার নুর আলম।
অভিযুক্তরা হলেন- উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের শাহাদৎ হোসেন (২৫), আলমগীর হোসেন (২৩), শাহা আলম (২২), জাহাঙ্গীর হোসেন (৩০) ও কুন্দিপুর মাঠপাড়া এলাকার মিরাজ হোসেন (২৩), আশিক (২৪)।
সাংবাদিক মামুনুর রশিদ জানান, স্থানীয় চিহ্নিত মাদক কারবারি সন্ত্রাসী শাহাদৎ হোসেন আমার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করলে আমি তা দিতে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে শাহাদৎ হোসেন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠাসহ ৫/৬ জন সহযোগী নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভিতরে ঢুকে তার ম্যানেজার নুর আলমসহ আমার কর্মচারীদের ব্যাপক মারপিট করে জখম করে এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
