কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বিএনপি কর্মীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া বাজারে শামসুল হুদা নামে বিএনপির ওই কর্মীকে নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ২৭ (ক) ধারা লংঘনের দায়ে এ জরিমানা করা হয়।

সূত্রে জানা যায় ওই ব্যক্তি নির্বাচনী আইন লংঘন করে মামুনশিয়া বাজারে হ্যান্ডবিল বিতরণ করে ধানের শীষের ভোট চাচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভোটের প্রচারণা করছিলেন।

সে সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযুক্ত শামসুল হুদাকে মামুনশিয়া বাজারে প্রচার চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Share.
Exit mobile version