বাংলার ভোর প্রতিবেদক
শহরের ষষ্ঠিতলা বুনোপাড়া এলাকায় আশরাফুল ইসলাম বিপুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি মেহেদী হাসান সাগরকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাজার থেকে বিপুলকে গ্রেপ্তার করা হয়। আটক বিপুল যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ার আমির হোসেনের পালিত ছেলে।

যশোর র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ষষ্ঠিতলাপাড়ার রিয়াজউদ্দিন বাপ্পির সাথে সুমাইয়া আক্তার নামে একজনের বিয়ে হয়। বিয়ের সাত মাসের মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় সুমাইয়া বাপ্পিকে তালাক দেন। এরপর সুমাইয়া বিয়ে করেন শেখহাটি এলাকার আক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম বিপুলকে। বিয়ের পর থেকে আশরাফুল ইসলাম বিপুল ও সুমাইয়াকে নানাভাবে হুমকি দিতেন বাপ্পি। ফেসবুক মেসেঞ্জারে নানা কুরুচিপূর্ণ কথাবার্তা লিখতেন তিনি।

চলতি বছরের ১২ জুলাই বাপ্পি তার সহযোগীদের দিয়ে ফোন করিয়ে বিপুলকে ষষ্ঠিতলাপাড়ায় ডেকে পাঠান। ওই দিন রাত ৮টার দিকে বিপুল ষষ্ঠিতলা পূর্বপাড়া রোডের হুমায়ুন কবিরের বাড়ির সামনে পৌঁছালে বাপ্পি, তার সহযোগী মেহেদী হাসান সাগর, রুবেল, আব্দুর রব ও ইমন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বিপুলকে। তারা পালিয়ে গেলে আশপাশের লোকজন বিপুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে বিপুল মারা যান।

এই ঘটনায় নিহতের মা মোমেনা খাতুন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলার অন্যতম আসামি মেহেদী হাসান সাগর। বুধবার মেহেদী হাসান সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version