বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় অবৈধভাবে কপোতাক্ষ নদের পাড়সহ মাটি কেটে নেয়ার অপরাধে ৪ ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭নভেম্বর) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে কপোতাক্ষ নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান। দণ্ডিতরা হলেন, চৌগাছার ইছাপুর গ্রামের জুয়েল রানা (৩৫), পুড়াপাড়া গ্রামের আবু বক্কর (১৯), রামকৃষ্ণপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকী (১৯), আন্দুলিয়া গ্রামের জুয়েল হোসেনকে (১৯)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান জানান, পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড়ের মাটি চুরি করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কপোতাক্ষ নদের মাটি খনন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় জুয়েল রানা, আবু বক্কর, আবু বক্কর সিদ্দিকী, জুয়েল হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে মাটি বহনকারী ও মাটি কাটার ভেকুসহ ৩টি গাড়ি স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের হেফাজতে দেয়া হয়। এরআগে বুধবার (২৬ নভেম্বর) উপজেলার দিঘলসিংহা এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজমির রহমান নামে একজনকে মাটি কেটে নেয়ার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version