চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ১০ বছর সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি টিটো ওরফে ঘ্যানা টিটোকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারির একটি মামলায় আদালত টিটোকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার দণ্ডাদেশ দেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সোমবার নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই সলিমুল হক, এসআই মিজানুর রহমান ও এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, টিটো একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে দুটি অস্ত্র ও মাদকসহ মোট ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version