চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১৭ জানুয়ারি রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী কাবিলপুর গ্রামের মাঠ এলাকা থেকে এ ডলার উদ্ধার করা হয়।
কাবিলপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর গ্রামের মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ডলার পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ ডলারের ৩০০ টি নোট উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৭ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত ডলার চৌগাছায় থানায় জমা দেয়া হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version