বাংলার খেলা প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ। শনিবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে তারা ২০ রানে ক্যান্টনমেন্ট কলেজকে পরাজিত করে ।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৮৩ রান করে সরকারি মাইকেল মধুসূদন কলেজ। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ক্যান্টনমেন্ট কলেজ সংগ্রহ করে ৬৩ রান।
এর আগে বাই পেয়ে ফাইনালে পা রাখে ক্যান্টনমেন্ট কলেজ। অন্যদিকে, অপর সেমিফাইনালে সরকারি সিটি কলেজকে হারিয়ে ১২ রানে হারিয়ে ফাইনালে পা রাখে সরকারি মাইকেল মধুসূদন কলেজ।
