বাংলার ভোর প্রতিবেদক

জয়তী সোসাইটি যশোরের উদ্যোগে শনিবার সংস্থার যশোরস্থ প্রধান কার্যালয়ে পিকেএস পরিবার কল্যান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়।

জয়তী সোসাইটি সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ নারী ও শিশুদের উন্নয়নে ২০০২ সাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ চক্ষু সেবা প্রদান করা হয়। এদিন ১১০ জন রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়াসহ যাদের চোখে ছানি আছে তাদেরকে বিনামূল্যে অপারেশন ও লেন্স বসানোর ব্যবস্থা করা হয়। পরীক্ষা করে ১১০ জন রোগীর মধ্যে ৫০ জনের ছানি, ৩ জনের নালী সমস্যা সনাক্ত ও অপারেশনের ব্যবস্থা করা এবং ৫৭ জনকে ব্যবস্থাপত্র দেয়া হয়।

চক্ষু ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি, যশোরের মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার ইমা। আরো উপস্থিত ছিলেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি, যশোরের অফিস ম্যানেজার রিফাত খোন্দকার, এমআইএস অফিসার শাহিন হোসেন, ওটি অর্গানাইজার মফিজুর রহমান, সহকারী সিস্টার হালিমা খাতুন।

উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, স্বাস্থ্য ম্যানেজার শামীমা খাতুন, স্বাস্থ্য সহকারী সাদিয়া আফরিন, পলি কুন্ডু প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version