প্রেস বিজ্ঞপ্তি

জয়তী সোসাইটি পরিচালিত আনন্দ মহিলা উন্নয়ন সংগঠন প্রাঙ্গনে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক পট গান অনুষ্ঠিত হয়েছে।

রোববার শহরের ঘোপ বউবাজার এলাকায় সংগঠনের নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন রুপান্তর এর প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল, কমিউনিটি ফ্যাসিলেটর দিপঙ্কর মন্ডল প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়তী সোসাইটির অর্থ ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এবিএম শহিদুল ইসলাম, ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা ও বর্ণালী সরকার। অনুষ্ঠানে ঘোপ বেলতলা এলাকার তিন শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version