জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যলয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সূচনা উপলক্ষে পারিবারিক কবর জিয়ারতের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির শাখাওয়াত হোসেন মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন।
মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যলয়, স্থলবন্দর, জনগনের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মাজলেসুল মুফাসসিরিন সূরা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাবেক জেলা আমীর আনারুল হক মানিক, জেলা নায়েবে আমীর আজিজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহ সেক্রেটারি মওলানা আবু বক্কর ছিদ্দিক ও যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, সেক্রেটারি নুরআলম, সাংবাদিক নারায়ণ ভৌমিক, সালাউদ্দীন কাজল, কাজী শামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, মুন্সি রায়হান, জামাল হোসেন খোকন, এমআই মুকুল, মিথুন মাহমুদ, তারিকুর রহমান, হাসান নিলয়, মুতাছিনবিল্লা, তুহিনুজ্জামান, অর্পন রকি প্রমুখ।
