জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এহসান (১৮) ও মো. ইভান (১৯) নামের দুই ভায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর মামা উত্তম কুমার রায় জীবননগর থানায় এ মামলা করেন। অভিযুক্ত এহসান ও ইভান জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

আরও পড়ুন .. ..

মামলা সূত্রে জানা যায়, পিতৃহারা স্কুল ছাত্রী জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর একজন ছাত্রী। প্রতিবেশী অভিযুক্ত এহসান দুই বছর আগে তাকে প্রেমের প্রস্তাব দেয়। পরে গত ১৩ নভেম্বর সন্ধ্যার পর আসামিরা ওই ছাত্রীকে ফুসলিয়ে আসামির দুলাভাই জুয়েল হোসেনের মোটরসাইকেলে পার্শ্ববর্তী মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের জৈনক মো. মাশরাফি মিয়ার পরিত্যক্ত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এরপর স্কুল ছাত্রীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ঘটনার পরের দিন গত ১৪ নভেম্বর সন্ধ্যার সময় আসামি এহসানের ফুফুর বাড়ি কোটচাঁদপুর থেকে তাকে উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, মঙ্গলবার সকালে থানায় একটি অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম নেয়া হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version